নাটকীয় আঙ্গিকে ভোটের প্রচার, নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন সবমহলে
Voting campaign in dramatic fashion

The Truth of Bengal: সহজ কথায় ভোটের কথা তুলে ধরার জন্য নাটককেই ব্যবহার করছেন বীরভূম জেলা প্রশাসন।গণতন্ত্রের উত্সবে যাতে মানুষ বেশি করে অংশ নেয় সেজন্য চলছে নাটকীয় আঙ্গিকে প্রচার। নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন সবমহলে আলাদা সাড়া ফেলছে। পৌঁছে যাচ্ছে মানুষের শক্তি কিভাবে কাজে লাগাতে হবে সেই বার্তাও।
সহজপাঠের কথা সমাজ বোঝে। সরল ভাষায় বুঝিয়ে বললে মানুষের মর্মে তা পৌঁছে যায়। যেহেতু নাটকের কথা সবার কাছে সহজবোধ্য। তাই সেই নাটকীয় আঙ্গিকেই গণতন্ত্রের উত্সবে অংশ নেওয়ার ডাক দিচ্ছে কমিশন।যেখানে মানুষের ক্ষমতাই শেষ ক্ষমতা,সেখানে তাঁরা নির্বাচনে অংশ না নিলে যে ক্ষমতার আসল প্রকাশ দেখা যাবে না তা নাটকের কলাকুশলীরা তুলে ধরছেন স্ট্রিটড্রামার মাধ্যমে।ডাক দেওয়া হচ্ছে নৈতিক কর্তব্য পালন করার জন্য।তবে কোনও ভয়ে নয়,বা প্রলোভনের ফাঁদে পড়ে নয়।নিজস্ব বিবেচনা অনুসারে ভোট দেওয়ার জন্য এই পথে –পথে চলছে প্রচার। পথনাটিকার প্রাঞ্জল ভাষা পৌঁছে যাচ্ছে শ্রোতাদের হৃদয়পুরে। রাজ্যের নানা অংশের মতোই বীরভূম প্রশাসনের উদ্যোগে পথের ধারে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে চলছে নাটকের মাধ্যমে প্রচার।
পথ নাটকের মাধ্যমে লোকসভা নির্বাচনে সব ভোটারদেরকে ভোট দানে উৎসাহিত করার জন্য অভিনব প্রচার করল বীরভূম সংস্কৃতি বাহিনী। দাসকলগ্রাম কড়েয়া ১ নং অঞ্চলে কীর্ণাহার বাসস্ট্যান্ডে হয় পথ নাটক। লক্ষ্য, ভোটারদেরকে ভোট দানে উৎসাহিত করা। আয়োজন করেছিল বীরভূম সংস্কৃতি বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনের বিভিন্ন নিয়ম-কানুন সহ সকল ভোটারদেরকে ভোটদানে উৎসাহিত করা। সাধারণ মানুষ কিভাবে নির্ভয়ে, নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করে সেকথাই তুলে ধরা হয়েছে এই গণজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যমে।