রাজ্যের খবর

রেমালে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ত্রান পৌঁছে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

Voluntary organizations provided relief to the villagers affected by Remal

The Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজি : রেমাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রায়মনি স্মৃতি ফাউন্ডেশন।

সন্দেশখালি ব্লক এর কালিনগর অঞ্চলের গজালিয়া ঘোষপুর এলাকায় এছাড়াও সুন্দরবনের একাধিক উপকূলবর্তী অঞ্চল যেমন সন্দেশখালি মিনাখা হাসনাবাদে ‌রেমাল ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত ৩০০ গ্রামবাসীদের হাতে ত্রিপল ও মশারী তুলে দেওয়া হলো। ত্রানের মালপত্র পেয়ে সাধারণ মানুষ কালিনগর রায়মনি স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানালেন।

এই কর্মসূচিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও সুন্দরবন বিষয়ক গবেষক অধ্যাপক অনিমেশ মন্ডল, সব নদীর তীরবর্তী জায়গায় পরিবহন না থাকায় নিজের বাইকে করে ত্রাণ সামগ্রী সাধারণ গ্রামবাসীদের কাছে পৌঁছে দেন।

Related Articles