নবগ্রামে লরির চাকায় পিষ্ট হয়ে ভিলেজ পুলিশের মৃত্যু, জখম দুই সিভিক ভলান্টিয়ার
Village policeman dies, two civic volunteers injured after being crushed by lorry in Nabagram

Truth Of Bengal: নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কে শনিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। যানবাহন নিয়ন্ত্রণের সময় একটি দ্রুতগতিতে আসা লরির ধাক্কায় মৃত্যু হল এক ভিলেজ পুলিশের। গুরুতর আহত হয়েছেন দুই সিভিক ভলান্টিয়ার।
পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ একটি দশ চাকার লরি কলকাতা থেকে নলহাটির দিকে যাচ্ছিল। ওই সময় নবগ্রাম মোড়ে ডিউটিতে ছিলেন ভিলেজ পুলিশ অভি ঘোষ (৩৭) এবং দুই সিভিক ভলান্টিয়ার। সেই সময় ঘন কুয়াশার মধ্যেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা খায়। অভি ঘোষ লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির চালক ঘুমিয়ে থাকায় লরি চালাচ্ছিলেন খালাসি। তাঁর দাবি, চালককে অনেকবার জাগানোর চেষ্টা করেও ব্যর্থ হন। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি স্বীকার করেছেন। পুলিশ ঘাতক লরিটির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। লরিটিকেও আটক করা হয়েছে।
মৃত অভি ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত দুই সিভিক ভলান্টিয়ারের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা কুয়াশার সময় রাস্তার নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।