রাজ্যের খবর

ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী তৃণমূলের, জনসংযোগে ঝাঁপাতে চলেছে শাসক দল

Trinamool public relations

The Truth of Bengal: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ইউএসপি জনসংযোগ। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁর। সরকার ও দলের কাজে জেলায় জেলায় গেলে তিনি মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। দলের নেতাদের তিনি বারবার বলেন জনসংযোগ পোক্ত করার কথা। তাঁর নির্দেশ মেনে জনসংযোগের জন্য এবার বেছে নেওয়া হল শারদোৎসবের রেশ। আগামী ১ থেকে ১০ নভেম্বর রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি জেলার সব ব্লকে অন্তত একটি করে সভা হবে। জেলায় জেলায় এখন তার প্রস্তুতি চলছে জোরকদমে। বিজয়া সম্মিলনীর মাধ্যমে সকলকে একত্রিত করার বার্তা দেওয়া হয়েছে।

পুজোর পর বিজয়া সম্মিলনীর মোড়কে দলের কর্মসূচি বলে থাকবে মিষ্টিমুখের ব্যবস্থা। বিজয়ার শুভেচ্ছা বিনিময় যেমন হবে, তেমনই বাংলার উন্নয়ন, কেন্দ্রের অবিচার ও আর্থিক বৈষম্যের কথা তুলে ধরা হবে। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখায় রাজ্যের উন্নয়ন কতটা ব্যাহত হচ্ছে তাও তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। উৎসবের মরসুমে রাজ্যের মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ থাকে দলের সব বিধায়ক যেন নিজের নিজের এলাকায় থাকেন।

নেত্রীর নির্দেশ মেনে পুজোর সময় সেই ভূমিকা পালন করেন দলের নেতারা। প্রায় সমস্ত পুজোর সঙ্গে দলের কোনও না কোনও নেতা যুক্ত। পুজোর সময় এই ভাবে জনসংযোগ সেরে নেয় তৃণমূল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জনসংযোগে ঝাঁপাতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বিজয়া সম্মিলনীর মাধ্যমেও জনসংযোগ করতে চলেছে রাজ্যের শাসক দল। গোটা বাংলায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। নভেম্বরের প্রথম দিন থেকে টানা ১০দিন গোটা রাজ্যে বিজয়া সম্মিলনী করে জনসংযোগ চালাবে রাজ্যের শাসক দল।

Free Access

Related Articles