রাজ্যের খবর

জঙ্গি গ্রেফতারিতে সতর্কতা, নবাবের জেলায় নিখুঁত নজরদারি পুলিশের

Vigilance in the arrest of militants, perfect surveillance of the police in murshidabad

Truth Of Bengal: ওপার বাংলা থেকে এপারে গা ঢাকা দিয়ে জঙ্গি সন্ত্রাসের জাল বুনছে আনসারুল্লা বাংলা টিমের সদস্যরা।ডিসেম্বরের মাঝামাঝি সময়ে   অনসারুল্লা বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার হওয়ার পর নজরদারি বাড়ায় এসটিএফ।  সাজিবুল ইসলাম ও শাদের পরিচিত মুস্তাকিম মণ্ডল নামে দুই সন্দেহভাজনকে সোমবার মুর্শিদাবাদের নওদা থানা এলাকা গ্রেফতার করা হয়। নওদার দুর্লভপুরের সাজিবুল  এবিটি জঙ্গি শাদ রাদির আত্মীয়, আর ধৃত মুস্তাকিম পাশের ভোলাগ্রামের বাসিন্দা। সাজিবুল ও মুস্তাকিম, দু’জনেই কাচের মিস্ত্রি, ঠিকা শ্রমিকেরও কাজ করত। তাদের বিরুদ্ধে জঙ্গিকে আশ্রয় দেওয়া, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকা এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। এভাবে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ায় মুর্শিদাবাদজুড়ে বেড়েছে তল্লাশি।

নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের। হোটেল গুলিতে চেকিং ও তল্লাশি চালানো হচ্ছে। জেলায় চার জঙ্গি গ্রেপ্তারের পর থেকেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি রয়েছে হোটেলগুলিতে। মুর্শিদাবাদ জেলায় একাধিকবার অনুপ্রবেশকারী ও জঙ্গি গ্রেফতারের  ঘটনার পর থেকে জেলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে তল্লাশির  পাশাপাশি হোটেলগুলোতে পর্যটকদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। নবাবের জেলা মুর্শিদাবাদ শীতের মরসুম পর্যটকের ঠাসা থাকে মুর্শিদাবাদ শহর। জেলা থেকে রাজ্য দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসে এই জেলায়। জঙ্গি গ্রেফতারের ঘটনা বেড়ে চলায় প্রান্তিক এই জেলার  লালবাগের মতিঝিল থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি সংলগ্ন হোটেল গুলিতে তল্লাশি চালানো হচ্ছে জোরদার।  রেজিস্ট্রার   খতিয়ে দেখা হচ্ছে নিখুঁতভাবে। অপ্রীতিকর কিছু নজরে পড়লে পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে।

পর্যটকরা জানান, সারপ্রাইজ  ভিজিট চললেও তাঁরা খুশি।জেলার মানুষের মতোই পর্যটকদের নিরাপদে রাখার জন্য প্রশাসনের বাঁধন শক্ত করার এই কাজ সবমহলকেই আশ্বস্ত করছে।

Related Articles