রাজ্যের খবর
Trending

Bhatpara : ভাটপাড়ায় ‘চড়’ মারার ভিডিয়ো ভাইরাল, অর্জুনের হুমকি, পাল্টা জবাব তৃণমূলের

Video of 'slap' in Bhatpara goes viral, Arjuna threatens, Trinamool counters

The Truth Of Bengal : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটের মুখে একটা ভাইরাল ভিডিয়ো রাজনৈতিক পারদ চড়িয়েছে ভাটপাড়ায়। এই নিয়ে হুঙ্কার ছুড়ছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। পাল্টা অর্জুন সিংকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা তথা বিধায়ক সোমনাথ শ্যাম। অভিযোগ বিজেপিতে ফিরে গিয়েই অর্জুন সিং ভাটপাড়া এলাকায় বাইরে থেকে দুষ্কৃতীদের জড়ো করছেন। ঘটনার সূত্রপাত তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে দেওয়া নিয়ে। ভাটপাড়ার একাধিক এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের পতাকা খুলে দিয়ে সেখানে গেরুয়া পতাকা লাগানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই নিয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মধ্যে এই ঘটনা ঘটছে। অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস থেকে পতাকা খুলে নিয়ে বিজেপি পতাকা লাগাচ্ছিল এমন ছবি ধরা পড়ে। সেই ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ জানান ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরী। তৃণমূলের ওই কাউন্সিলার বিজেপি কর্মীকে তৃণমূলের পতাকা খুলতে বারণ করেন।

অভিযোগ সেই বারন না শুনে পাল্টা হুমকি দিতে থাকেন কাউন্সিলরকে। এমনকি ওই কাউন্সিলর কে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় মেজাজ হারিয়ে ফেলেন ওই তৃণমূল কাউন্সিলর। ওই বিজেপি কর্মীকে সপাটে চড় মারেন। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তার অভিযোগ ব্যারাকপুরে অর্জুন সিং ফের গুন্ডাগিরি ফিরিয়ে আনতে চাইছেন। ভাটপাড়া এলাকাকে অশান্ত করতে চাইছেন। তৃণমূল কংগ্রেস তা হতে দেবে না। আর এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক চর্চা এখন ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।

Related Articles