পচা মাংস বিক্রির অভিযোগে বিক্রেতা আটক, উত্তেজনা বেথুয়াডহরীতে
Vendor arrested for selling rotten meat, tension in Bethuadhari

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া – নদিয়ার নাকাশিপাড়া ব্লকের বেথুয়াডহরী গান্ধী মোড়ে পচা খাসির মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে জনতা ধরে ফেলে। শুক্রবার সকালে প্রতিদিনের মতো ওই ব্যক্তি মাংস কেটে বিক্রি করছিলেন। তবে হঠাৎই এলাকায় পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে মাংসটি বাসী ও পচা।
ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং জনতার চাপে পড়ে অভিযুক্ত বিক্রেতা পচা মাংস নিয়ে তা পাশের একটি জঙ্গলে ফেলে আসে। এতে নতুন করে সমস্যা দেখা দেয়। ঘটনার খবর নাকাশিপাড়া থানায় পৌঁছালে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে এবং পচা মাংস সহ থানায় নিয়ে যায়।
এই ঘটনার ফলে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।