রাজ্যের খবর

বসিরহাটে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য! তদন্তে হাড়োয়া থানার পুলিশ

Basirhat

The Truth of Bengal: ঘরের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের চারাবাড়ি গ্রামে। পরিবার সূত্রে জানা যায় ৩৬ বছরের নিতাই মুন্ডাকে তারা হঠাৎই দেখতে পাচ্ছিলেন না, তারপর অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারেন ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তারপর পরিবারের সদস্যরা হাড়োয়া থানায় খবর দেয়।

পুলিশ এসে যুবকের নিথর দেহটি উদ্ধার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে নিতাই মুন্ডাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী? নাকি ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে?পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের ভাই দাবি করেছেন, ওই যুবক পেশায় রাজমিস্ত্রি বিবাহের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন। গত দুইদিন আগে তিনি বাড়িতে ফিরে ছিলেন তারপর স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বিবাদ হয়েছিল তার জেরেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ঠিক কি কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।

Free Access

Related Articles