রাজ্যের খবর

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত অজ্ঞাতপরিচয় ব্যক্তি, চাঞ্চল্য রামগঞ্জ ইলুয়াবাড়ীতে

Unidentified man electrocuted to death in Ramganj Iluabari

Truth of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইলুয়াবাড়ী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার ভোরে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে রাত্রের অন্ধকারে দুষ্কৃতীরা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার চুরি করে নিয়ে যাচ্ছিল। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করলেও, তার মেরামতের কোনও ব্যবস্থা করা হয়নি। অভিযোগ, বারবার তার চুরির ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ক্ষুব্ধ হয়ে দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখলেও, রাতে সেই তারে বিদ্যুৎ সরবরাহ করতেন।

এই পরিস্থিতিতেই, সম্ভবত চুরি করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান বলে অনুমান করা হচ্ছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

ইলুয়াবাড়ী বুথের স্থানীয় পঞ্চায়েত সদস্য হানিফ জানান, “রাতে বিদ্যুতের তার চুরি হচ্ছিল বহুদিন ধরে। বিদ্যুৎ অফিসের লোক এসে দেখে যেত, কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারত না। আজ সকালে শুনি একজন মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। হয়তো সে-ই চুরি করতে এসেছিল।”

খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্ট থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Related Articles