রাজ্যের খবর

পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়

Unexpected death of police officer

The Truth of Bengal: পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু। ঘটনার প্রকাশ আজ ভোর নাগাদ ছড়রা গ্রামের কামারপাড়া এলাকায়। জানা যায়  সাব ইন্সপেক্টর বাণী মুখোপাধ্যায় বয়স 59 বছর। ছড়রা ইলেভেন এসিপি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

কর্মসূত্রে বেশ কয়েক বছর তিনি ইলেভেন ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে থাকার সুবাদে ছড়রা গ্রামে  নিজের স্ত্রী সহ একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আজ সকাল নাগাদ  বাড়ির সিলিং ফ্যানে আটকানো তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,  বাণীবাবুর বাড়ি পুঞ্চা থানার লাখরা গ্রামে, সাম্প্রতিককালে পরিবার ব্যতীত অন্য কারো সাথেই বিশেষভাবে মেলামেশা করতেন না তিনি, প্রাথমিক হনুমান মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন এই পুলিশ আধিকারীক। তবে ঘটনার সাথে কোন অপরাধী জোগসাজস আছে কিনা তা সবদিক থেকেই তদন্ত করা হচ্ছে।

Related Articles