কলকাতারাজ্যের খবর
Trending

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যন্ত এলাকায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে তৈরী হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র

Under the initiative of the Chief Minister, health centers are being prepared to provide modern treatment to remote areas

The Truth Of Bengal:  প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসার জন্য যাতে গ্রাম থেকে শহরে না যেতে হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন গ্রামে গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার। সেই নির্দেশকে বাস্তবায়িত করে তুলতে স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদার হামিদপুর চরে তৈরি হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র। ৪হাজার পরিবার এই চরে বাস করেন।এতদিন এই প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিত্সা পেতে দূর দূরান্তে যেতে হত। কখনও  ১২কিলোমিটার দূরে অবস্থিত বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে কখনও আবার মালদা মেডিক্যাল কলেজে যেতে হত তাঁদের।এখন রা্জ্য সরকার পাড়ায় চিকিত্সার ব্যবস্থা করায় হামিদপুর চরের বাসিন্দাদের বড় সুবিধা হল বলা যায়। এটাই মালদার হামিদপুর চর। কয়েকবছর আগে গঙ্গার মাঝে এই চর গজিয়ে ওঠে। কালিয়াচক ২ নম্বর ব্লকের এই চরে বাস করেন প্রায় ৪হাজার পরিবার। প্রায় ২০বছর ধরে এই চরের বাসিন্দারা সুস্বাস্থ্য কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন।কারণ তাঁদের চিকিত্সা পাওয়ার জন্য ১২কিলোমিটার দূরের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে বা মালদা মেডিক্যাল কলেজে ছুটতে হত।

বিশেষ করে রোগ জ্বালা হলেই চিন্তা বাড়ত এই প্রত্যন্ত এলাকার মানুষের।নৌকায় করে  দূরান্তের হাসপাতালে রোগীদের নিয়ে যাওয়া সত্যিই কষ্টকর ছিল।এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই হামিদপুর চর এলাকায় গড়ে উঠতে চলেছে সুস্বাস্থ্যকেন্দ্র। যার উদ্বোধন করলেন মন্ত্রী সাবিন ইয়াসমিন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে ব্লক হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল থেকে সুস্বাস্থ্য কেন্দ্র ,সবই সমানতালে পরিষেবা দিচ্ছে।নায্যমূল্যের ওষুধের দোকানের মতোই স্বাস্থ্যসাথী কার্ডও দুঃস্থ রোগীদের সহায় সম্বল হয়ে উঠেছে।এই কার্ড ব্যবহার করে রোগীরা জটিলও কঠিন রোগের চিকিত্সা করাতে পারেন।এরমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক  রাজ্যের চারটি সরকারি হাসপাতালকে পরিচ্ছন্নতা ও গুণগত উৎকর্ষের নিরিখে শংসাপত্র দিয়েছে।

রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীন ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এ সসম্মানে উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় স্তরে স্বীকৃতি পেল মাতৃ ও শিশু স্বাস্থ্যের পরিষেবা প্রদানকারী সাগর দত্ত হাসপাতালের দু’টি, কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচটি এবং রায়গঞ্জ জেলা হাসপাতাল ও আসানসোল জেলা হাসপাতালের তিনটি করে বিভাগ।পরিষেবা প্রদানে গুণগত মাণে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যন্ত এলাকায় পরিষেবাতেও জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর।তাই মালদার হামিদপুর চরের বাসিন্দারা এই পাড়ার মধ্যে সুস্বাস্থ্যকেন্দ্র পেয়ে বেশ খুশি। সাধারণ মানুষের দুয়ারে এই পরিষেবা পৌঁছে দেওয়ার প্রশাসনিক সদিচ্ছা সবমহলের কাছে আলাদা সাড়া ফেলছে।গৌড়বঙ্গের মানুষ বিনামূল্যে সরকারি চিকিত্সা মেলায় রাজ্যের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে।

Related Articles