জেলায় জেলায় অস্বস্তির গরম, তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
Uncomfortably hot in various districts, but rain likely in North Bengal

Truth of Bengal: দক্ষিনবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর চলবে হট-ডে পরিস্থিতি। আগামী কয়েক দিন আগে প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা উপরে থাকবে বলে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন একই রকম তাপমাত্রা থাকবে।
দু’দিন আগে পর্যন্তও ভোরবেলা ও রাতে হালকা শীতের আমেজ অনুভূত হলেও সেসব আখন অতীত। গলদ ঘর্ম অবস্থা সাধারন মানুষের। হাওয়া অফিস আগেই জানিয়েছিল মার্চের শেষে তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। আজ দক্ষিণবঙ্গের সাত জেলাত তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিইয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।
আজ দিনভর হট-ডে পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা আরো সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। কাল থেকে আগামী চার-পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে।
আসছে খুশির ইদ। আর সেই সময়ে বাংলা জুড়ে চলবে গরমের দাপত। উষ্ণতায় কাটবে ঈদের দিন। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছোবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পেড়িয়ে যেতে পারে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিনবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের উপরের দিকের চার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্প, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। উপরের দিকের দার্জিলিং, কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে। রবিবার ও সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
কলকাতায় সকালে হালকা কুয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে উষ্ণতা আরো বাড়বে। আকাশ থাকবে পরিস্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া কলকাতাতেও! গরমের অনুভূতি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯২ শতাংশ।