সাত সকালে ভয়াবহ দূর্ঘটনা, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১
Two trucks collide head-on, 1 injured

The Truth Of Bangal : সাত সকালে ভয়াবহ দূর্ঘটনা। শনিবার শিলিগুড়ির কাওয়াখালিতে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় আহত একজন। জানা গিয়েছে, যে এদিন সকালে একটি মাল বোঝাই ট্রাক ফুলবাড়ির দিকে যাচ্ছিল। এবং শিলিগুড়ির দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক আসছিল। কাওয়াখালিতে পৌঁছা তেই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিকট শব্দে স্থানীয় ছুটে আসেন। এবং মাল বোঝাই ট্রাকের গুরুতর আহত হয় অবস্থায় ট্রাকের মধ্যেই আটকে পরে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ আউট পোস্টের পুলিশ কর্মীরা। এরপর পুলিশ খবর দেয় দমকলকে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এর দমকলকর্মীরা গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে এই দুর্ঘটনা কারণে কাওয়াখালি থেকে শিবমন্দিরে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
FREE ACCESS