রাজ্যের খবর
ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, উত্তেজনা বীরভূমে
Two tribal women were beaten to death for witch slander

Truth Of Bengal : ময়ূরেশ্বরের হরিশরা আদিবাসী পাড়ায় ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ গ্রামবাসীর বিরুদ্ধে।
জানা যায়, ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে মেরে ফেলে দেওয়ার অভিযোগ মণিকণিকা কাদরের জলে। ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে। পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে ছয় জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। মৃত হরিশড়া আদিবাসী পাড়ার লোদগি কিস্কু, বয়স ৬০ বছর। অপরজন হলেন ডাঙ্গাল গ্রামের ডলি সরেন।
দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে প্রহার। তারপর তাদের প্রাণে মেরে ফেলার অভিযোগ।তারপর দুজনকে নিয়েই কান্দরের জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ। দুজনেরই বডি পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে।গ্রামে রয়েছে পুলিশি টহল ।আতঙ্ক রয়েছে গোটা গ্রামে।