রাজ্যের খবর

বর্ধমানে বড় নীলপুর মোড় এলাকায় থেকে দিন দুপুরে নিখোঁজ দুই ছাত্র

Two students are missing from Bara Nilpur Mor area in Burdwan

The Truth Of Bengal: বর্ধমানে বড় নীলপুর মোড় এলাকায় থেকে দিন দুপুরে নিখোঁজ দুই ছাত্র। মেঘনাস স্কুলের দুই ছাত্র স্কুল বাস থেকে নামার পর থেকেই নিখোঁজ। যদিও স্থানীয় একটি সিসি ক্যামেরাতে দুই বন্ধুকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। তারপর থেকেই নিখোঁজ দুই ছাত্র। এই নিয়ে চাঞ্চল্য এলাকা জুড়ে। কেউবা বলছে কিডন্যাপ করা হয়েছে, কেউবা বলছে তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেছে ছেলে ধরা। পুরো বিষয়টি যদিও বর্ধমান থানা পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত পরিষ্কার নয় ঘটনাটি কি ঘটেছে তবে পরিবারের লোকজন জানাচ্ছেন তাকে কেউ এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। যদিও ছাত্রদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আতঙ্কই রয়েছেন। তাদের বক্তব্য এরকম ঘটনা প্রায় ঘটে চলেছে বর্ধমান জেলা জুড়ে। এছাড়াও আরো কিছু সাধারণ মানুষ বলেন এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো রকম কিছু এখনো খুঁজে পাচ্ছে না। তবে এরকম ঘটনা ঘটে থাকলে আগামী দিন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বা একা ছাড়া অনেকটাই আতঙ্ক বোধ মনে করছেন। তবে শেষমেষ আশা ভরসা পুলিশ প্রশাসনের দিকে যে তারা কি করছে। তবে দিন দুপুরে নিখোঁজ হয়ে গেল দুই ছাত্র, এই নিয়ে চারিদিকে সমালোচনার আলোচনার ঝড় তুঙ্গে। ঘটনাটি ঘটে গেল বর্ধমান শহরে জিটি রোড বড় নীলপুর মোড় এলাকায়। পুলিশ এলাকায় আরো বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা চেক করে দেখছে যদি কারো কিছু তথ্য পাওয়া যায়।

Related Articles