বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোঘাট এলেন রাজ্যের দুই মন্ত্রী
Two state ministers came to Goghat to look into the flood situation

Truth Of Bengal: পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক অধিকারিকদের নিয়ে আরামবাগে করলেন বৈঠক। নিম্নচাপের বৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার কারণে ফুঁসছে আরামবাগের সমস্ত নদী গুলি। জলমগ্ন হয়েছে আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহকুমার ৪ টি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকা জুড়ে।
মঙ্গলবার সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোঘাটে আসেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না ও সেচ মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। সাথে সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। এদিন তারা সকলে গোঘাটের বদনগঞ্জ এলাকায় পরিদর্শন করেন। কথা বলেন মানুষের সাথে। খতিয়ে দেখেন পরিস্থিতি।
এর পরে জেলা শাসক,পুলিশ সুপার,মহকুমা শাসক সহ সমস্ত অধিকারিকদের নিয়ে এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন দুই মন্ত্রী। বৈঠক শেষে তারা জানান বন্যা পরিস্থিতি সামাল দিতেই তাঁদের এই বৈঠক। পরিস্থিতি সামাল দিতে তারা সদা তৎপর আছেন,তারা সকলে মানুষের পাশে আছেন বলেও দাবি করেন দুই মন্ত্রী।