বাঙ্কারের রেশ কাটতে না কাটতেই মাজদিয়ায় গ্রেফতার দুই রোহিঙ্গা
Two Rohingyas arrested in Majdia after bunker raid

Truth Of Bengal: এই মুহূর্তে সংবাদ শিরোনামে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়া। নদিয়ার এই সীমান্ত এলাকায় আমবাগান থেকে একের পর এক বাঙ্কারের খোঁজ মিলেছে। পাশেই বাংলাদেশ বর্ডার। এই নিয়ে যখন তোলপাড় রাজ্য ঠিক তখন ২ অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে এই এলাকায়। ধৃতরা রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
জানা যায়, ধৃত দুই রোহিঙ্গা বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে থাকত। তারা মায়ানমারের বাসিন্দা। তাদের নাম এমডি যাদব এবং আরেক জনের নাম মোহাম্মদ নুর। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপরেই হায়দ্রাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর আবার বাংলাদেশ পালানোর ছক করছিল ওই দুই যুবক। তারপরেই রবিবার রাতে তাদেরকে কৃষ্ণগঞ্জ বিধানসভার ভাজনঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদেরকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এর আগেও সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা প্রবেশ করেছিল ভারতে। পুলিশের জালে ধরা পড়ে। আবারো ধৃত দুই রোহিঙ্গা। শুধুই কি কাজের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে এপারে এসেছিল নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দিচ্ছে পুলিশ। এদের সঙ্গে কোন জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশ বেড়েছে সীমান্তে। সেখানকার দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে ভারতে। মাঝিয়া থেকে এই দুই রোহিঙ্গা গ্রেফতার হওয়ার পর সে ধরনের আশঙ্কা আরও বেড়েছে।