রাজ্যের খবর
বাবলা সরকারের খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই
Two more arrested in Babla Sarkar murder case

Truth Of Bengal: তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই। ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার দুজন।
একজনের নাম অভিজিৎ ঘোষ। বয়স ২০ বছর। বাড়ি ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায়। অন্যজন অমিত রজক, বয়স ১০। বাড়ি ২২ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায়। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হবে।