খেলতে গিয়েই বিপত্তি, বোমার আঘাতে জখম দুই নাবালক
Two minors injured in bomb attack while playing

Truth Of Bengal: বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি! বোমা বিস্ফোরণের জেরে জখম দুই নাবালক। জখম দুই নাবালকের মধ্যে একজনের বয়স ১০ আপর জনের বয়স ১৫। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার আড়বেলিয়ায়। ঘটনাটি ঘটার পর তড়িঘড়ি আহত দু’জনকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আড়বেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া স্বরূপনগর ও বাদুড়িয়া থানার ফায়ারিং ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই পুলিশের তরফ থেকে ফেলে আসা দাহ্যশীল বস্তু পড়ে ছিল। পুলিশের ট্রেনিং শেষ হওয়ার পরে সেই মাঠে খেলতে যায় দশ বছরের এক নাবালক। সে একটি বস্তুকে হাতে নিয়ে তার বন্ধু বছর ১৫ সাহেব আক্তারের কাছে নিয়ে যায়। এরপর সেটি দেখার সময় বিস্ফোরণ ঘটে।