রাজ্যের খবর

সুতি থেকে ৯০টি চোরাই মোবাইল সহ ধৃত দুই মালদার বাসিন্দা

Two Malda residents caught with 90 stolen mobile phones from Cotton

Truth Of Bengal: মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বড়সড় চোরাই মোবাইল পাচার চক্রের হদিস পেয়েছে। বৃহস্পতিবার সুতির সাজুন মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে, যাদের কাছ থেকে একটি ব্যাগে থাকা মোট ৯০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বাবর হোসেন ও আনিকুল ইসলাম। তারা দু’জনেই মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তল্লাশির সময় ধৃতদের কাছে থাকা মোবাইলগুলোর কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোবাইলগুলো কোথা থেকে পেয়েছে বা কীভাবে সংগ্রহ করেছে, সে বিষয়ে সঠিক উত্তর দিতে পারেনি। এর ফলে পুলিশ ধারণা করছে, এই চুরির ঘটনায় কোনও বড় চক্র জড়িত থাকতে পারে, যারা বিভিন্ন জেলাতে ছড়িয়ে রয়েছে এবং সংগঠিতভাবে মোবাইল চুরি ও পাচারের কাজ চালিয়ে যাচ্ছে।

এই মুহূর্তে পুলিশ ধৃতদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার জন্য গভীর তদন্তে নেমেছে। শুক্রবার ধৃতদের জঙ্গীপুর মহকুমা আদালতে হাজির করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আশা করছে, হেফাজতের মেয়াদে জেরা চালিয়ে এই চক্রের মূল পান্ডাদের খুঁজে বের করা সম্ভব হবে। সুতি থানার পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একটি বড় চোরাই মোবাইল চক্রের সন্ধান পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

এই ঘটনা সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকার মানুষ পুলিশের এই তৎপরতা ও সাফল্যের প্রশংসা করেছেন, এবং একইসঙ্গে চোরাই সামগ্রীর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

Related Articles