রাজ্যের খবর

নদিয়া থেকে অবৈধ দুই বাংলাদেশিকে গ্রেফতার

Two illegal Bangladeshis arrested from Nadia

Truth Of Bengal: দীর্ঘ এক মাস ধরে গা ঢাকা দিয়ে থাকা দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অবশেষে গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ। ধৃতদের নাম সাজু মিয়া ও সোম সিদা খাতুন। জানা গিয়েছে, ধানতলা থানার বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে দত্তপুলিয়া এলাকায় অভিযান চালায়। সেই সময় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই দুই বাংলাদেশী নাগরিক।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা বাংলাদেশ থেকে প্রায় এক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় সীমান্ত পেরিয়ে নদিয়ায় প্রবেশ করেছিল। কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলেও, তারা বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়েছিল। কিন্তু সীমান্ত পার হয়ে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়ে যায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই অনুপ্রবেশের নেপথ্যে থাকা দালাল চক্রের মূল মাথাটি এখনও পলাতক। পুলিশ তার সন্ধানে তল্লাসি চালাচ্ছে। পাশাপাশি তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা। ধৃত দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ধারায় মামলা রুজু করে রবিবার নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে তোলা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, চক্রটি আন্তর্জাতিক অনুপ্রবেশ ও মানব পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার সূত্র ধরে অনুপ্রবেশকারী চক্রের নেটওয়ার্ক উদঘাটনের চেষ্টা শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, সিমান্তে নজরদারি আরও বাড়ানো হোক এবং এই ধরনের দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক। তবে এই ধরনের চক্রকে রুখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী স্থানীয়দের সহযোগিতায়  তৎপর হয়েছে।

Related Articles