রাজ্যের খবর
জলপাইগুড়ির দুটি এলাকায় দেখা মিলল দুটি মস্ত অজগরের, দেখুন সেই ভিডিও
Two huge pythons were spotted in two areas of Jalpaiguri, watch the video

Truth Of Bengal: বুধবার রাতে বুধবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়ি নাথুয়া রাজ্য সড়কের মধ্য ডাউকিমারি এলাকায় রাস্তা পারাপার করতে দেখা গেল একটি অজগর। জানা গিয়েছে, এদিন দুই যুবক বাইকে করে ধূপগুড়ি থেকে নাথুয়ার দিকে ফিরছিলেন। তখন তাদের নজরে আসে বড় মাপের অজগর। তাঁরা দেখেন সাপটি রাস্তা পারাপার করে কৃষি জমিতে চলে যায়। অনুমান করা হচ্ছে যে, অজগর সাপটি পার্শ্ববর্তী নাথোয়ার জঙ্গল বা গদায়ের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে।
জলপাইগুড়ির দুটি এলাকায় দেখা মিলল দুটি মস্ত অজগরের, দেখুন সেই ভিডিও pic.twitter.com/Fnwc9PqFFA
— TOB DIGITAL (@DigitalTob) November 14, 2024
অন্যদিকে বৃহস্পতিবার সাত সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবারি চুপড়িপাড়া এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার হল বিশালাকার এক অজগর।