সুন্দরবনে জলদস্যুদের হামলা, লুঠপাটের শিকার দুই মৎস্যজীবী
Two fishermen attacked, robbed by pirates in Sundarbans

Truth Of Bengal: সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার মুখে পড়লেন দুই মৎস্যজীবী। দুষ্কৃতীরা তাঁদের মারধর করে মোবাইল-সহ সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রাণ হাতে নিয়ে কোনওক্রমে খালি নৌকোতে বাড়ি ফেরেন তাঁরা। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বহু মৎস্যজীবী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ও মাছ ধরতে যান। সেখানে বাঘের ভয় তো রয়েছেই, পাশাপাশি জলদস্যুদের হামলার ঘটনাও নতুন নয়। বৃহস্পতিবার ছোট মোল্লাখালির দুই মৎস্যজীবী আরবেশের জঙ্গলে গেলে পাঁচ-ছয়জনের একটি দল আচমকা তাঁদের নৌকোয় হামলা চালায়।
অভিযোগ, জলদস্যুরা তাঁদের বেধড়ক মারধর করে ও মোবাইল, মাছ ধরার জালসহ সমস্ত সামগ্রী লুঠ করে পালিয়ে যায়। আহত অবস্থায় কোনওক্রমে খালি নৌকোতে ফিরে আসেন তাঁরা এবং স্থানীয় থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদপ্তর। অভিযুক্তদের ধরতে জোর তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনার পর সুন্দরবনের মৎস্যজীবীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে পড়বে।