বলদী নিগমানন্দ হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান
Two-day colorful program to mark golden jubilee at Baldi Nigmananda High School

Truth of Bengal: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বলদী নিগমানন্দ হাইস্কুলে পালিত হলো সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যার মধ্যে ছিল গান, নৃত্য, আবৃত্তি, নাটক এবং আকর্ষণীয় ম্যাজিক শো। স্কুল প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিদ্যালয়ের কালচারাল সেক্রেটারি রাজা ভট্টাচার্য বলেন, “আমাদের বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি একটি গর্বের মুহূর্ত। এই উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এলাকার মানুষ, প্রাক্তনীরা এবং বর্তমান ছাত্রছাত্রীদের সাড়া সত্যিই অভাবনীয়।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক ডা. খগেনদ্রনাথ মাহাতো, ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা, বিশিষ্ট শিক্ষক স্বপন পাত্র, সমাজসেবী টিংকু পাল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই ধরনের আয়োজন এলাকাবাসীর মধ্যে চরম উদ্দীপনার সঞ্চার করেছে। স্কুলের ঐতিহ্য এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সকলেই।