ছিনতাইয়ে বাধা, দুই সিভিক ভলান্টিয়ারের উপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতীদের
2 Civic Volunteer attack by goons

The Truth of Bengal: ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে, মালদার মোথাবাড়ি থানার গাজিয়া ঢাপ এলাকায়। আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে গাজিয়া ঢাপ এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার সালাম আলি এবং দেবাশিস কর্মকার। সেই সময় চার দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে, তাঁদের কাছ থেকে মোবাইল ও মোটরবাইক ছিনতাই করার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে, বেধড়ক মারধর করা হয় তাদের। এরপর তাঁরা কোনও মতে পালিয়ে বাঁচেন। থানায় খবর দেওয়ার পর, মোথাবাড়ি থানার পুলিশ তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আক্রান্ত দুই সিভিক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের পাকড়াও করতে কয়েকটি জায়গায় তল্লাশিও শুরু হয়েছে।