রাজ্যের খবর

বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি! মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে আহত দুই নাবালক

Two children injured in bomb blast in Murshidabad

Truth Of Bengal: ফের শিরনামে মুর্শিদাবাদ! সামসেরগঞ্জ থানার সাহেব নগর এলাকার একটি মাঠে শিশুরা খেলা করছিল। সে সময় বোমা বিস্ফোরণে আহত হয় দুই নাবালক। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি নাবালক মাঠের মধ্যে খেলা করছিল, আর সেখানে রাখা ছিল বোমের জার। তারা বোমা-কে বল ভেবে খেলতে গেলেই ঘটে যায় এই দুর্ঘটনা। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই দুটি নাবালক।

আহতদের নাম মেজা শেখ ও আজিজ শেখ। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা এখন চিকিৎসাধীন। কিন্তু কে বা কারা এই বোমগুলি শিশুদের খেলার মাঠে মজুত রেখেছিল, তা এখনও জানা যায়নি। তাদের উদ্দেশ্যই বা কী ছিল? পুরো বিষয়টা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

Related Articles