রাজ্যের খবর
Trending

স্কুলের ভিতর তুলকালাম! প্রধান শিক্ষককে শিক্ষা দিতে চিপে দেওয়া হল আঙুল

Tulkalam inside the school! The head teacher was given the finger to teach

The Truth Of Bengal: কেন্দ্র টাকা দেয় না, তাই রাজ্য সরকারই মিডডেমিলের অর্থ বরাদ্দ করে।সীমিত অর্থে স্কুল পড়ুয়াদের দুপুরের খাবারের ব্যবস্থা করে,এমনই দাবি করে বাংলার সরকার।এর মাঝে মিডডেমিলের অর্থ ঠিকমতো খরচ হচ্ছে কিনা তা নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে।তারমাঝে মালদায় অবাঞ্চিত ঘটনার সাক্ষী রইল রাজ্যবাসী।সেখানে দেখা যায়,মিডডেমিলের বেনিয়মের কথা ওঠায় প্রতিবাদ করেন প্রধান শিক্ষক।তাঁকে স্কুল পরিদর্শকের অফিসে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্কুলের দুই সহ শিক্ষক,ইন্সপেক্টরের মদতে এই কাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। প্রধান শিক্ষক আবার বিশেষভাবে সক্ষম।তিনি এখন মারের চোটে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।ঘটনাটি ঘটেছে করোয়ালি সার্কেলের দুবোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হকের ওপর। এই ঘটনায় অভিযোগ করা হয়েছে,চেয়ার দিয়ে আঙুল চিপে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের।যারজন্য তিনি আঙুল নিয়ে যন্ত্রণায় ছটফট করায় হাসপাতালে ভর্তি করতে হয়। প্রধান শিক্ষক রিয়াজুল হক,দুই সহ শিক্ষক শফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলকে এই হামলার জন্য জায়ি করেছেন।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।কেন একজন প্রধান শিক্ষকের ওপর এই হামলা চালানো হল, তার  তদন্ত করে দেখছে পুলিশ।

এই ধরণের অপ্রীতিকর ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা।তাঁরা চান রাজ্য সরকার যেখানে অর্থ দিয়ে পড়ুয়াদের মিডডেমিলের ব্যবস্থা করছে সেখানে এই বেআইনি কাজ যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়েছেন অভিভাবকদের একাংশ।তাই   মিডডেমিল নিয়ে দুর্নীতির অভিযোগ বন্ধে প্রশাসন জেলায় জেলায় আরও নজরদারি বাড়াতে চায় বলে জানিয়েছে।

 

Related Articles