রাজ্যের খবর

নাদিয়ায় তৃণমূল কর্মীকে কুপি*য়ে খু*ন, তদন্তে পুলিশ

Trinamool worker hacked to death in Nadia, police investigating

The Truth Of Bengal, নাদিয়া ,মাধব দেবনাথ : লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে নাদিয়া জেলার থানারপুর থানার মুক্তারপুর এলাকার।

সূত্রের খবর, শাকিব মন্ডল করিমপুর বিধানসভার মুক্তারপুর এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘ এক আগে ওই এলাকারই কিছু তৃণমূল কর্মীর সঙ্গে তার ঝামেলা হয়। এরপর মৃত শাকিব মন্ডল থানার পাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছিল পুলিশ। অভিযোগ গতকাল রাতে হঠাৎ বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে তার পরিবারকে খবর দেয়। এরপর উদ্ধার করে, করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করে। মৃত পবিত্র তৃণমূল কর্মীর নাম শাকিব মন্ডল, বয়স আনুমানিক ৩৬ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানারপাড়া থানার পুলিশ। ঘটনাস্থলে এসেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে হয়তো এই খুন হয়ে থাকতে পারে। ঘটনার জেরে আতঙ্কিত গোটা এলাকা।

FREE ACCESS

 

Related Articles