রাজ্যের খবর
Trending

লোকসভা ভোটের আগে সমবায়ে তৃণমূলের জয়, ৪৬ টি তে ৩৬ আসন দখল শাসকদলের…

Trinamool Wins In Cooperatives Ahead Of Lok Sabha Polls

The Truth Of Bengal: লোকসভা ভোটের আগে সমবায়ে তৃণমূলের জয়, উড়লো সবুজ আবির,কটাক্ষ বিজেপির। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিলো। সেই নির্বাচনে বিরোধীদের পেছনে ফেলে জয়ের ধ্বজা ধরে রাখলো শাসকদল তৃণমূল।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শাসকদল তৃণমূলের সমবায় নির্বাচনে জয়লাভ খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে শাসকদল তৃণমূলকে নিয়ে যেভাবে বিরোধীরা প্রচার করে চলেছে চোর চোর বলে,সেই সময় দাঁড়িয়ে এই জয় খুবই তাৎপর্যপূর্ণ।

সমবায়ের মোট আসন ৪৬ টি। যার মধ্যে তৃণমূল ৩৬ এবং বিজেপি পায় মাত্র ১০ টি আসন। গত কয়েক বছর ধরে সমবায় তৃণমূলের দখলে। তবে এই প্রথম বিজেপি প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করে। শাসকদল তৃণমূলের জয়ের পর সবুজ আবির উড়িয়ে মেতে ওঠে শাসকদলের কর্মীরা।

তবে এই জয়কে কটাক্ষ করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপি নেতা বামদেব গুছাইত জানান, সাধারণ নির্বাচন ও সনবায় নির্বাচন সম্পূর্ণ আলাদা। আগে ওরা জোর করে দখল করতো। এবছর আমরা তা করতে দেয়নি। নিজেদের মধ্যে ঠিক নেই তাই তৃণমূলের দুটি প্যানেল করে নির্বাচনে লড়াই হয়। নিজেদের মধ্যে একতা নেই। আমরা প্রথম লড়াই করে অনেক মানুষের সমর্থন পেয়েছি।

Free Access

Related Articles