রাজ্যের খবর

এগরায় বিজেপির পঞ্চায়েত এলাকায় সমিতি ভোটে বিপুল জয় পেল তৃণমূল

Trinamool wins huge victory in BJP's panchayat area in Egra

Truth Of Bengal: এগরা এক নম্বর ব্লক সাহারা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। এরপর সাহারা অঞ্চলে সমবায় ভোট হওয়ায় সেই ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।

বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতিতে জয় পেল তৃণমূল। শুক্রবার অনুষ্ঠিত চকপান সাহাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে বিজেপি। কিন্তু শুক্রবার অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে সমিতির পরিচালন কমিটির ১২ টি আসনের মধ্যে ৭টি আসনে তৃণমূল ও ৫ টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

সমিতির নাম চকপান সাহারা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। যেখানে মোট ভোটার ৭৭০ জন। আর পোল রয়েছে ৬৮৯টি । এদিনের জয় প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “যে ৪ টি বুথ নিয়ে এই সমবায় সমিতি সেই সব বুথে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল। সে কারণে এই লড়াইটা আমাদের কাছে কঠিন ছিল । তবু মানুষ আমাদের সঙ্গে আছে এই জয় তার প্রমাণ ।” যদিও এই সমবায় জয় নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles