ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল, বেলুড়ে কাঠগড়ায় বিজেপি
Trinamool victims of post-poll violence, BJP in Belude Kathgara

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : রাজ্যজুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধী তথা বিজেপির উপর হামলার অভিযোগ উঠছে তখনই হাওড়ার বেলুড়ে ধরা পড়ল অন্য ছবি।
এবার বিজেপির হাতে তৃনমূলের কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেন এলাকায়।
ঐ এলাকার এক মাছ ব্যবসায়ী তৃনমূল কর্মী ইন্দ্রজিৎ চ্যাটার্জীর অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী রাজ বৈদ্য, তিলক দাস সহ অন্য কয়েক জন বিজেপি কর্মীরা ফল ঘোষনার আগে থেকে তাকে মারার হুমকি দিতে থাকে । এমনকি তার মাছের ব্যবসা ও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। এই ভয়ে গত কয়েক দিন সে মাছ বিক্রি করতে বসেনি। তার অভিযোগ আজ সকালে সে বসলে তার ওপর আক্রমন চালায় ওই অভিযুক্তরা ।
অন্যদিকে এলাকায় গেলে অভিযুক্তদের খোজ মেলেনি। মূল অভিযুক্ত রাজা বৈদ্যের স্ত্রী জানায় ওই তৃণমূল কর্মী বেশ কিছুদিন যাবত রাজাকে ফোন করে অশ্রাব্য গালাগালি করত। এমনকি তার শিশু কন্যার নামেও নানা কূ-কথা বলতো। এতেই ক্ষিপ্ত হয়ে রাজা এবং তার সঙ্গীরা আজ তাকে জিজ্ঞাসা করতে গেলে সে উল্টে ফের গালাগালি করে আর তখনই বচসা বাধে । রাজাদের আক্রমণে মাথা ফাটে তৃণমূল কর্মীর। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটে আসে বেলুড় থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানেরা। সাময়িকভাবে অবস্থা সামাল দেওয়া গেলেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। অভিযুক্তরা পলাতক।