রাজ্যের খবর
রাত পোহালেই জনসভা তৃণমূল সুপ্রিমোর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Trinamool supremo's public meeting late at night, last minute preparations are underway

The Truth Of Bengal : জলপাইগুড়ি : রাত পোহালেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ময়নাগুড়িতে। তার আগে জোরকদমে চলছে প্রস্তুতি ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সংলগ্ন পশ্চিম শালবাড়ি ফুটবল মাঠে।
মঞ্চের পাশেই করা হয়েছে হেলিপ্যাড। উল্লেখ্য ইতিমধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনটি জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শেষ লগ্নের প্রচারে ফের সভা করবেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি আসনটি তৃণমূল কংগ্রেস বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে আর তাই শেষ লগ্নে প্রচার ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল।