রাজ্যের খবর
Trending

উত্তরবঙ্গ শেষে এবার দক্ষিণবঙ্গে প্রচারের ঝড় মমতার, আজ বীরভূম ও পশ্চিম বর্ধমানে জোড়া জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

Trinamool supremo Mamata Banerjee holds twin public meetings in Birbhum and West Burdwan today.

The Truth Of Bengal : ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে গণতন্ত্রের মহোৎসব। ইতিমধ্যেই প্রথম দফার প্রচার শেষ হয়েছে। শেষ হয়েছে নির্বাচনও। দ্বিতীয় দফার প্রচার সেরে এবার তৃতীয় দফার প্রচারে এবার জোড় কদমে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রচার শেষ করে এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের লোকসভা আসন গুলিতে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন আজ তার প্রচার রয়েছে বীরভূম এবং পূর্ব বর্ধমানে।

আজ তৃণমূল নেত্রীর প্রথম সভা হবে বীরভূম লোকসভার অধীন হাসন বিধানসভা এলাকায়। তারাপীঠ মন্দির এর কাছে আয়োজিত সভাটি তৃণমূল নেত্রী করবেন তৃণমূল প্রার্থী তথা বিদায় সংসদ শতাব্দী রায়ের সমর্থনে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশীষ ধর। দ্বিতীয় সভা অর্থাৎ পরের সভাটি হবে পূর্ব বর্ধমানের ভাতারে। সেখানে তিনি প্রচার করবেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে। এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ দুপুর বারোটা নাগাদ পূর্ব বর্ধমানের ভাতারে এরুয়া গ্রামের মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।

জেলবন্দী জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ছাড়াই বীরভূমে পঞ্চায়েতে সাফল্য পেয়েছিল তৃণমূল। এবারও আরেকবার অনুব্রতকে ছাড়াই বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটে নামছে রাজ্যের শাসক দল। বলতো এদিনের মুখ্যমন্ত্রীর বার্তা কি হবে তা নিয়ে জোর জল্পনা চলছে তৃণমূল কর্মীদের। জানা যাচ্ছে বীরভূমে প্রথমে সভা করার জন্য বেছে নেওয়া হয়েছিল হাঁসন কেন্দ্রের অধীন মাড়গ্রাম থানার সন্তোষপুর জোগাদ্যামাতা বিদ্যাপীঠ হাই স্কুলের খেলার মাঠ। পরে ছোট পরিষদের জন্য নিরাপত্তা জনিত এছাড়াও আরো বহু কারণেই সাহাপুর অঞ্চলের কড়কড়িয়া মোর সংলগ্ন এলাকায় সবস্তলের মাঠ ঠিক করা হয়। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কপ্টার নামার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

Related Articles