রাজ্যের খবর
বিজেপিকে হঠাবে তৃণমূল কংগ্রেসই, দাবি তৃণমূল সুপ্রিমোর
Trinamool supremo claims BJP will also kill Trinamool Congress

The Truth of bengal: মালদার কালিয়াচকের সভা থেকে গৌড়বঙ্গের মানুষকে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সভায় তিনি স্পষ্ট করেন,এই ভোট আসলে মোদিবাবুর গদি ওল্টানোর ভোট। যতই মোদি দাবি করুন,ইস বার ৪০০পার আসলে তারা পগারপার হবে। দিল্লিতে বিজেপির সরকার ক্ষমতায় এলে মানুষকে যন্ত্রণা দেওয়া ছাড়া আর কিছুই করবে না।এনআরসি করে মানুষকে ওঁরা দেশ থেকে তাড়াতে চায়। তাই দেশ বাঁচাতে এখন থেকেই জোট বাঁধুন। বিজেপিকে হঠাবে তৃণমূল কংগ্রেসই। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার হবে। সেই সরকারে নেতৃত্ব দেবে বাংলা। কংগ্রেস কখনই বিজেপিকে রুখতে পারবে না,তাঁরা দিল্লিতে বিকল্প সরকারও গড়তে পারবে না।তৃণমূল কংগ্রেস বিকল্প সরকারের নেতৃত্ব দেবে।