রাজ্যের খবর

একাধিক বঞ্চনার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের জন গর্জন কর্মসূচি

Trinamool public roaring program in district in district in protest of multiple deprivations

The Truth Of Bengal: রাজ্যের প্রতী কেন্দ্রের অরাজগতার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি নদীয়াতেও অনুষ্ঠিত তৃণমূলের জনগর্জন সভা। এই সভায় উপস্থিত থাকবেন একাধিক তৃণমূল নেতৃত্ব।

সুখের খবর, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে নতুন করে জনগর্জন সভা অনুষ্ঠিত হলো রানাঘাট ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনগর পরিমল ভবনে। লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা ১০০দিনের কাজ, আবাস যোজনা, রাজ্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিগ্রেড জনসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন দীপক বসু, বাণী কুমার রায় সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

উল্লেখ্য ইতিমধ্যে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র রাজ্যকে না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ লক্ষ্যের বেশি জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্চ থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্র এমনটাই দাবি তৃণমূলের। তাই একাধিক বঞ্চনার বিরুদ্ধে রাজ্য তৃণমূলের নির্দেশে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই জন গর্জন কর্মসূচি।

FREE ACCESS

Related Articles