রাজ্যের খবর

হুগলির পাঁচঘড়ায় সাবওয়ে এবং উড়ালপুলের দাবিতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী

Trinamool protest program demanding subway and flyover at Panchghara in Hooghly

Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : চন্ডীতলার পাঁচঘড়ার ১৬ এবং ১৭ নম্বর রেলগেটে সাবওয়ে এবং উড়ালপুলের দাবিতে অবস্থান-বিক্ষোভ নামল সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে এই বিক্ষোভ অবস্থান শুরু হয়।

এবিষয়ে বলতে গিয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন যে, “হাওড়া বর্ধমান কড সেকশনের মালি পাঁচ ঘড়া এলাকায় ১৬ এবং ১৭ নম্বর রেলগেট রয়েছে। এই রেল গেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই দুঃখের বিষয় এখানেই যখন একবার গেট পড়ে যায় ৪৫ থেকে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। যানবাহন সহ পথচারীদের এই এলাকায় অনেকগুলি স্কুল কলেজ এবং হাসপাতাল রয়েছে। রেলগেট পড়লে অ্যাম্বুলেন্সরোগী নিয়ে দাঁড়িয়ে পড়ে ঘন্টার পর ঘন্টা। এছাড়াও পাশেই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে রয়েছে। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলগেট অথচ আমরা বারবার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনরকম সুরাহা হয়নি। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাবি যতক্ষণ না এখানে সাবওয়ে অথবা রেল ওভারব্রিজ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

এছাড়াও তিনি বলে, “এর সঙ্গে সঙ্গে পাশেই খড়সড়াই সেখানেও একটি রেলগেট রয়েছে সেখানেও অনেকগুলো গুরুত্বপূর্ণ স্কুল কলেজ বা হাসপাতাল রয়েছে সেখানেও রেল ওভারব্রিজের দাবি আমরা করছি”। সাংবাদিকরা বেচারামকে প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগামী ২৭ তারিখে নবান্ন অভিযান হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই ব্যাপারে বেচারাম মান্না বলেন, “আরজিকরে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমরা সবাই মর্মাহত। মুখ্যমন্ত্রী নিজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যখন আমাদের দলে ছিলেন তখন তার একটা সুপ্ত ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী হবার। কিন্তু, তিনি বুঝেছিলেন যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না। তাই তিনি মুখ্যমন্ত্রী হবার লক্ষ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন তাই তার যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তা কোনদিনই পূরণ হবে না তা তিনি ভালোভাবে বুঝে গেছেন”।

Related Articles