রাজ্যের খবর

হুমকির পোস্টারে আতঙ্কিত সেনা জওয়ানের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল বিধায়ক, দিলেন আশ্বাস

Trinamool MLA stands by the family of the terrified army jawan, gives assurance

Truth of Bengal: মাধব দেবনাথ, নদিয়াঃ নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া এলাকায় এক সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়িতে হুমকির পোস্টার পড়ায় আতঙ্কে রয়েছেন তার পরিবার। এই পোস্টার পড়ার পর থেকেই পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা জওয়ান বিশ্বজিৎ নাগের পরিবারের পাশে দাঁড়ান শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

রবিবার রাতে তিনি সরাসরি বাড়িতে গিয়ে সৈনিক বিশ্বজিৎ বাবুর স্ত্রী সুপর্ণা নাগের সঙ্গে দেখা করেন এবং পরিবারকে প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “আপনাদের পাশে প্রশাসন আছে। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।

বিধায়ক নিজে তার ব্যক্তিগত মোবাইল নম্বর সুপর্ণা দেবীর হাতে তুলে দেন এবং বলেন, “এই ধরনের কাপুরুষোচিত হুমকি বরদাস্ত করা হবে না। দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বিধায়কের তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে নাগ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং হুমকির উৎস খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে।  এখন শুধু সময়ের অপেক্ষা, পোস্টার ফেলার ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন।

Related Articles