তৃণমূল নেত্রী পরিচয় দিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসককে হুমকি, আটক এক
Trinamool leader entered the hospital and threatened the doctor, arrested one

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, বারুইপুর: হাসপাতালে ঢুকে তৃণমূল নেত্রী পরিচয় দিয়ে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। এমনকি তার চাকরি খেয়ে নেওয়ার ও হুমকি দেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত রুগীরাই বিষয়টি জানায় বারুইপুর থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে আসে পুলিশ। চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করায় উপস্থিত বাসিন্দাড়াই রুখে দাঁড়ায়। ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তৃণমূল নেত্রীর পরিচয় দিয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসকে হুমকি #truthofbengal #tmc pic.twitter.com/p6YME9e1jo
— TOB DIGITAL (@DigitalTob) September 3, 2024
জয়নগরের বামুনের চকের বাসিন্দা মুনমুন মোল্লা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। স্থানীয় বেশ কয়েকজন যুবকের একটি সংখ্যায় চাকরি পাওয়ার কথা সেই জন্য তাদের মেডিকেল টেস্টের প্রয়োজন। সেই টেস্ট করাতেই এলাকার কিছু যুবককে নিয়ে তিনি বারুইপুর মহকুমা হাসপাতালে এসেছিলেন। মেডিকেল টেস্টের রিপোর্ট পেতে দেরি হওয়ায় তিনি চিকিৎসক অভিজিৎ নস্করের উপর চড়াও হন। তাকে হুমকি দেন।
এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। বারুইপুর হাসপাতালে পক্ষ থেকেও থানায় আলাদা করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বারইপুর হাসপাতালে সুপার ধীরাজ রায়। মানুষের মধ্যে সচেতনতার অভাবে এই ধরনের ঘটনা ঘটছে বলে জানান তিনি। যে সমস্ত রোগী চিকিৎসার জন্য এসেছিলেন তাদের অনেকেই রুখে দাঁড়ান। তাদের বক্তব্য চিকিৎসার ক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।