রাজ্যের খবর
কৃষ্ণনগরে সমবায় সমিতির টাকা নিয়ে জালিয়াতি! গ্রেফতার তৃণমূল নেতা
Trinamool leader arrested for fraud involving Krishnanagar Cooperative Society funds

Truth Of Bengal: কৃষ্ণনগরের সমবায় সমিতির টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা এই ঘটনায় জড়িত। ওই সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। সমবায় সমিতির সদস্যদের অভিযোগে এদিন তাকে গ্রেফতার করে পুলিশ।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কোন অন্যায়কে বরদাস্ত করে না দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় বারবার বলেছেন, কোন অন্যায়কে বরদাস্ত না করার কথা। পুলিশকেও তিনি নির্দেশ দিয়েছেন, রঙ না দেখে বিচার করার। এক্ষেত্রেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য আইন আইনের পথে চলবে অভিযোগ প্রমানিত হলে কঠোর শাস্তি পেতে হবে।