রাতের অন্ধকারে পুড়ল তৃণমূলের পতাকা, কাঠগড়ায় বিজেপি
Trinamool flag burned in the darkness of the night

Truth Of Bengal : রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পরিয়ে দেওয়া কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতোর। রামনগর শহরের রামনগর কলেজের পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয় এছাড়াও সাথে দলীয় পতাকা ছিড়ে রাস্তার পাশে ফেলে দেয়। দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।
রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে। আগামীকাল রয়েছে রামনগরের দেওয়াল এলাকার বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন। তার আগে পরিকল্পনা করে এমন একটি রাজনৈতিক অশান্তির সৃষ্টি করতে চাইছে বিজেপি। রামনগরের পাল দুই অঞ্চল বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন দাখিল করতে না পারুক। যদিও এই অভিযোগ অস্বীকার করছে বিজেপি। বিজেপি তরফ থেকে দাবি তৃণমূলরা নিজেরাই রাতের অন্ধকারে দলের পতাকা পড়িয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রামনগর কলেজ মোড়ে।