
The Truth Of Bengal: দিনহাটায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে দিনহাটা হাসপাতালে। বাড়ির কাছেই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, বিজেপি পরিকল্পনা মাফিক এই হামলার ঘটনা ঘটিয়েছে। আক্রান্ত নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান উদয়ন গুহ। তার অভিযোগ পরিকল্পনামাফিক তার গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি গুন্ডামি করে বুথ দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন উদয়ন গুহ। দলের ব্লক সভাপতি আক্রমণের ঘটনার অভিযোগ জানাতে থানায় ছুটে যান উদয়ন বাবু।