রাজ্যের খবর

দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট প্রচারের মাধ্যমে অভিনব জনসংযোগ তৃণমূল প্রার্থীর

Trinamool candidate's innovative public relations through election campaign in South Twenty-four Parganas

The Truth Of Bengal, বাবলু প্রামানিক, দক্ষিণ চব্বিশ পরগনা: গত ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে ইতিমধ্যেই বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল প্রার্থী বাপি হালদার পায়ে হেঁটে প্রচার পর্ব শুরু কর্রলেন।

জানা যায়, মাত্র ৩৮ বছর বয়সে লোকসভার প্রার্থী শাসকদলের বাপি হালদার। মুখ্যমন্ত্রী বাপি হালদারকে মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষনা করেন। রায়দিঘি বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় বাড়ি তাঁর।  কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করেছিলেন পথ চলা। সেখান থেকে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের জয়লাভ।

যুব তৃণমূলের সভাপতি দক্ষিণ ২৪ পরগনা, জেলার খাদ্যের কর্মাধ্যক্ষ, আর শেষ মেস ২০২৪ লোকসভায় মথরাপুর তপশিলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বহু কষ্টের পরে এই স্থান অর্জন করেন। বামনগাছি স্কুল মাঠ থেকে মথুরাপুর রেলস্টেশন পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করছেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের দাবি চার লক্ষ অধিক ভোটে জয়ী হবেন তিনি।

FREE ACCESS

Related Articles