রাজ্যের খবর

তৃণমূল-বিজেপির সংঘর্ষ, কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তুমুল অশান্তি

Trinamool-BJP clash, huge unrest in Kanthi Cooperative Bank polls

Truth Of Bengal: কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। তবে, দিন গড়াতেই বাঁধে অশান্তি। নির্বাচনকে কেন্দ্র করে রামনগরে হাতাহাতিতে জড়াল তৃণমূল এবং বিজেপির কর্মীরা।

ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের মারধরও করা হচ্ছে। সেই অভিযোগ তুলে এ বার ভোট বয়কটের ডাক দিয়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ তুললেও এলাকা এখনও থমথমে।

উল্লেখ্য, রামনগর কলেজে কাঁথি সমবায় ভোটের কেন্দ্র হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলছে। তবে বিজেপির অভিযোগ, তাদের দলের লোকজনদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে। ভোটার স্লিপ কেড়ে নিচ্ছেন তৃণমূলের কর্মীরা। শুধু তা-ই নয়, বেছে বেছে বিজেপি কর্মীদের মারধরও করা হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে অবরোধ শুরু করেন বিজেপি নেতৃত্ব।

বিজেপির অবরোধের জেরে রামনগর বুথ কেন্দ্রের কাছে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার পুলিশ। দীর্ঘ ক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। পুলিশ আশ্বস্ত করায় অবরোধ তুলে নিয়েছে বিজেপি।

Related Articles