
Truth Of Bengal: ডাম্পারের পিছনে ট্রলারের ধাক্কা। ঘটনায় গুরুতর জখম ট্রলার চালক। এমনই ঘটনা শনিবার রাতে ধূপগুড়ি শহরের মিলপাড়া মার্কেট মোড় সংলগ্ন এশিয়ার হাইওয়েতে ঘটে।
জানা গিয়েছে, এদিন গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল দুটি গাড়ি। মার্কেট মোড় সংলগ্ন এলাকায় বাম্পার থাকার কারণে ব্রেক কষে সামনে থাকা ডাম্পারটি। সেইসময় পেছনের ট্রলারটি দ্রুত গতিতে থাকায় সজোরে ডাম্পারের পেছনে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে ট্রলার চালক।
ততক্ষণে ডাম্পার চালক ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপর এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এবং ধূপগুড়ি থানার পুলিশ ওই এলাকায় পৌঁছায়। দমকল কর্মীরা আহত ব্যক্তিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটিকে আটক করেছে পুলিশ।