রাজ্যের খবর

ফরাক্কায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ইঞ্জিনে আগুন

Train-truck collision in Farakka, engine fire

The Truth Of Bengal : ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে রবিবার রাতে একটি ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। জানা গেছে, রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি।

এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি।দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ট্রাকের যন্ত্রাংশ ভেঙে আটকে গেছে রেললাইনে।

আপাতত আপ ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ। রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রাক চালক পলাতক। রেলের মুখপাত্র জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।

 

FREE ACCESS

Related Articles