রাজ্যের খবর

উত্তরবঙ্গের বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক

Train accident at Bamanhat station in North Bengal, several injured

Truth Of Bengal: উত্তরবঙ্গের কোচবিহারের বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকাল প্রায় সাড়ে ৯টার সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনের পিছনে এসে সজোরে ধাক্কা দেয় একটি ইঞ্জিনট্রেন।

১৫৪৬৮ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ইঞ্জিনটির দিক পরিবর্তন করতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ইতিমধ্যেই রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরো ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন।

এই দুর্ঘটনার জেরে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের প্রথম কামরায় থাকা কিছু যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আহতরা বর্তমানে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত। বিমল চক্রবর্তী নামের ট্রেনের এক যাত্রী বলেন, ‘আমি সেই সময়ে নীচে ছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিনটা পিছন দিক থেকে ধাক্কা দিল ট্রেনটিকে। একজনের মাথা ফেটে গিয়েছে।’

Related Articles