রাজ্যের খবর

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা, মৃত এক

Road accident

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালি রোডে সাত সকালে এক মালবাহি ইঞ্জিন ভ্যান, সেই সময় ঘন কুয়াশা থাকায়  রাস্তার পাশে থাকা একটি আম গাছে সজরে ধাক্কা মারে। দ্রুত আহত ব্যক্তি কে সঙ্কটজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ৯ নম্বর স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত  বলে ঘোষণা করে চিকিৎসকরা।

জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সমরেশ রাপতান,বয়স ৩২, বছর, গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। মৃত ব‍্যাক্তির বাড়িতে স্ত্রী মাপি রপতান তিনি অন্তঃসত্ত্বা। ভোরবেলা বাড়িতে কি বেরিয়েছিলেন তার বাড়ির কাজের জন্য কেওড়াখালীর একটি করাতকল থেকে একটি গাছ কাটাই করে ওই ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার আর বাড়ি ফেরা হলো না। ইঞ্জিনভ্যানের ড্রাইভার তার কারণে ঘোষপাড়া মোড়ে ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা।

একটি আম গাছে ও পাঁচিলের গায়ে সজরে ধাক্কা মারেন। স্থানীয় মানুষের তৎপরতায় নিয়ে যাওয়া হয় ৯ নম্বর স্যান্ডেলের বিল হসপিটালে। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। গোবিন্দ কাটির ওই রাপতান পরিবারে এখন নেমে এসেছে শোকের ছায়া সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীপ কুমার মন্ডল, এ বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। কি কারনে দুর্ঘটনা ঘটলো? কুয়াশার কারণে দুর্ঘটনা? না গাড়ির যান্ত্রিক গলোযোগের কারণে এই দুর্ঘটনা? পুরো বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। মৃতদেহরদী ময়নাতন্ত্রের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles