মর্মান্তিক দুর্ঘটনা, প্রাচীর চাপা পড়ে মৃত্যু এক বৃদ্ধা পরিচারিকার
Tragic accident, the death of an old nurse by being crushed by a wall

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: লক্ষ্মী পুজোর সকালে নদীয়ার শান্তিপুর শহরের ডাকঘরে মৃত্যু হল এক বাড়ির পরিচারিকার। জানা গিয়েছে, শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গা পাড়ার বাসিন্দা ভজহরি মন্ডল, এর ষাটোর্ধ্ব স্ত্রী আঙ্গুর মন্ডল। তিনি প্রায় ২৩ বছর ধরে শহরের ১২ নম্বর ওয়ার্ডের পটেশ্বরী ট্রিট ডাকঘরে অসীম মুখার্জির বাড়িতে কাজ করেন।
প্রতিদিনের মত মঙ্গলবারও তিনি কাজ করতে যান। বাসনপত্র মাজার কারণে জলের পাইপ খুলতে গিয়ে হয়তো কোন ভাবে পা পিছলিয়ে আঁকড়ে ধরেন প্লাস্টিকের কল টিকে, সেটা ভেঙে চাপ পড়ে অস্থায়ী কল লাগানো একটি প্রাচীরের উপর। তখনই হুড়মুড়িয়ে সমগ্র পাচিলটি ভেঙে পড়ে তার মাথার উপর। এর পর তড়িঘড়ি অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যান প্রতিবেশীরা। সাথে ছিলেন বাড়ির মালিক অসীম মুখার্জির স্ত্রী রিংকু মুখার্জি।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, সেখানে নিয়ে যাওয়ার পূর্বেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল তার। এরপর মৃত ওই পরিচারিকার পরিবারের সদস্যরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছান, অন্যদিকে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। সেখান থেকে হাসপাতালে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যান থানায়। তবে পাঁচিলটি বিপদজনক পরিস্থিতিতে কেন রাখা হয়েছে এ প্রশ্নে অসীম বাবু স্ত্রীর সঙ্গে “নিছকই দুর্ঘটনা” বিষয়ে একমত হয়েছেন। দুর্ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।, অন্যদিকে এই দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।