বড়দিনের সকালে মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে, রান্নার গ্যাস লিক করে মৃত্যু দুই জনের, আহত ৬
Tragic accident on Christmas morning in Durgapur, two people died due to cooking gas leak, 6 injured

The Truth Of Bengal: বড়দিনের সকালে এক মর্মান্তিক ঘটনা। ঘুমের ঘোরে রান্নার গ্যাস লিক করে মৃত্যু দুজনের। শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি আরও ৬ জন। মিষ্টির দোকানের গুদাম বা শোওয়ার ঘরে ঘটলো এই দুর্ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।
বড়দিনের সকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মিষ্টির দোকানের গুদাম বা শোওয়ার ঘরে ঘটলো মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘুমের ঘোরে রান্নার গ্যাস লিক করে মৃত্যু দুজনের। অসুস্থ অবস্থায় দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি এক হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন। মৃত ও অসুস্থরা সবাই বাঁকুড়া জেলার বেলেতোড়ার বাসিন্দা। মৃত একজনের নাম অতনু রুইদাস। এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিজোনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে। জানা গেছে, ঐ মিষ্টির দোকানের আট কারিগর অন্য দিনের মতো রবিবার রাতে ঘুমোচ্ছিলেন মিষ্টির দোকানের পেছনে একটি গুদাম ঘরে।
সোমবার ভোর রাতে ৮ জনের মধ্যে এক কারিগর ফোন করেন মিলন মন্ডলকে। সেই ফোন পেয়ে দোকান মালিক ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর অচৈতন্য অবস্থায় আট জনকে তড়িঘড়ি ঐ ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছ’জন অসুস্থ অবস্থায় ঐ হাসপাতালে ভর্তি আছেন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঐ এলাকায় আসে। পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিক করাতেই এই ঘটনা ঘটেছে।
Free Access