রাজ্যের খবর

নবান্ন অভিযানে ট্রাফিক পুলিশ সার্জেন্টের চোখে আঘাতের ঘটনায় গ্রেফতার ২

Traffic police sergeant arrested in Nabanna operation for eye injuries 2

Truth Of Bengal : গত ২৭ আগস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ এর ডাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট বৃষ্টি করে। পাল্টা পুলিশ পরিস্থিতির সামাল দিতে টিয়ার গ্যাস, এবং জল কামান ব্যবহার করে। এই সময় স্ট্র্যান্ড রোডের কাছে কর্তব্যরত ছিলেন দেবাশিস। আন্দোলনকারীদের ছোঁড়া ইট সরাসরি দেবাশীসের চোখে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় দেবাশিসকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

সেই সময় গাড়িতে দেবাশিস সঙ্গে থাকা পুলিশ কর্মীরাও আহত হন। এই ঘটনায় ময়দান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুইজনকে গ্রেফতার করল পুলিশ।

লালবাজার সূত্রে খবর ধৃত দুইজনের মধ্যে একজন মহিলা তার নাম রিঙ্কু সিংহ, তিনি মহেশতলার বাসিন্দা। এ ছাড়া, সুব্রত দাস নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই এই দুইজনকে খুঁজছিল পুলিশ। এই ঘটনায় সমাজ মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করে একটি পোস্ট করে কলকাতা পুলিশ। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য বর্তমানে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইটের ঘায়ে তাঁর বাঁ চোখ গুরুতর জখম হয়েছে। ওই চোখে ভবিষ্যতে তিনি দেখতে পাবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। এই ঘটনায় দেবাশিস জানিয়েছেন একদল মানুষ হঠাৎ তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে। তাদের ছোঁড়া প্রথম ইটটি তার চোখে লাগে । সঙ্গে সঙ্গে অঝোরে রক্ত পড়তে শুরু করে চোখ থেকে। চোখের ভবিষ্যত নিয়ে চিন্তিত তাঁর পরিবারও। রাজ্য সরকারের পক্ষ থেকে তার চোখের চিকিৎসার জন্য হায়দরাবাদে পাঠানো হতে পারে।বৃহস্পতিবার দেবাশিসকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক।

Related Articles